সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, সিএন নিউজ বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মা চ য়ই আর নেই।
তিনি আজ ১২ অক্টোবর (শনিবার) রাত সাড়ে এগারটার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাস ভবনে পরলোক গমন করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মৃত্যুকালে একমাত্র পুত্র বীর বাহাদুরসহ অসংখ্যাক স্বজনদের রেখে যান। বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার বিকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জরুরী কাজে ঢাকার উদ্দ্যেশে বান্দরবান ত্যাগ করেন। এদিকে তিনি মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর বান্দরবানের উদ্দ্যেশে রওনা দিয়েছে। মা চ য়ই এর মৃত্যু সংবাদ শুনে ফায়ার সার্ভিস সংলগ্ন লাল মোহন বাহাদুর ভিলায় স্বজনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভীড় করেন এক নজর দেখার জন্য।
এই বিষয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এপিএস সাদেক হোসেন চৌধুরী জানান, মন্ত্রী মহোদয় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বান্দরবানের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন, তিনি রাতেই ঢাকা থেকে ফিরছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: รับทำวีซ่า
Pingback: mk8
Pingback: Plinko App
Pingback: diana deluxe wall fireplace
Pingback: EA Forex