প্রচ্ছদ / জাতীয় / প্রখ্যাত সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রখ্যাত সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিএন নিউজ ডেস্কঃ

দেশের প্রখ্যাত সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাহাত খান রাত শুক্রবার রাত সাড়ে ৮ টায় তার ইস্কাটন গার্ডেনের বাসায় মারা যান। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে।

শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এ সাংবাদিককে। তবে কোন সময়ে তার দাফন হবে তা এখনো নির্ধারণ করেনি তার পরিবার।

দাফনের আগে প্রেসক্লাব, বাংলা একাডেমি ও শহীদ মিনারে নেওয়া হতে পারে বলে জানান তার স্ত্রী অপর্না খান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …