সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা (সিএন নিউজ বান্দরবান প্রতিনিধি)
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করবে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৪ আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
(১২ অক্টোবর) আলীকদম সেনা জোনের সাথে সাক্ষাৎ করেন, কমনওয়েলথ গেমসের বাংলাদেশী প্রথম শ্যুটার
অতিকুর রহমানের সাথে আলীকদমে সেনা জোন কর্ণেলঃ সায়েফ শামীম সাক্ষাৎ করেন।
এই সময় আলীকদম থানার (ওসি) ইনচার্জ কাজী রাকীব উদ্দীন এর সাথে সাক্ষাৎকার করেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪ সদস্যারা আলীকদম সেনা জোনের সহযোগিতায় চিকিৎসক দল সুবিধাবঞ্চিতদের চিকিৎসা সেবা দেওয়া হবে,সেই সঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
লুব্রিকেন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় আলীকদম রেপার পাড়া দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস সচেতনতামূলক আয়োজন করা হবে।লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪ মাধ্যমে, আলীকদমে রেপার পাড়া আমতলী এলাকায় বিনামূল্য চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই সময় আলীকদম উপজেলা নিবার্হী অফিসার সায়েদ ইকবাল,২নং চৈক্ষ্যং ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস রহমান এলাকার মেম্বার মোহাম্মদ হোসেনসহ আমতলী পাড়া পরিদর্শন করেন।
আলীকদমে অনেক পাহাড়ীরা আছে, কিন্তুু টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, যার কারণে আমাদের চিকিৎসা সেবা অনেকটা অপ্রতুল। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪ মাধ্যমে এলাকার সাধারণ মানুষ যেন উপকৃত হয় তেমন স্বাস্থ্যসেবা পাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: top article
Pingback: vg98
Pingback: ufabet789
Pingback: โบลเวอร์ kruger
Pingback: 123bet login
Pingback: rkk42