নিজস্ব সংবাদ দাতা (সিএন নিউজ বান্দরবান প্রতিনিধি):
প্রবীনদের সুরক্ষায় সমাজের আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। একই ভাবে এটাও খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা ভাল মানুষ হয় এবং পিতা-মাতার বৃদ্ধ বয়সে তাদের সেবা যত্ন করে। পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ৯নভেম্বার শনিবার সকাল ১১টায় আলীকদম উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম। বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের উদ্দ্যোগে এবং উপজেলা সমাজ সেবা কার্যালয় ও কারিতাস (এস.ডি.ডি.বি) প্রকল্পে যৌত উদ্যেগে অনুষ্ঠিত সেমিনারে দুই জনকে প্রবীন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলে আলীকদম সদর ইউনিয়নে জয়নাল আবেদীন এর ছেলে লুৎফর রহমান ও ২নং চৈক্ষ্যং ইউনিয়নের থুতুইনি মার্মা। সেমিনারে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহী নেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানভীর হাসান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, আলীকদম প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি রফিক আহাম্মদ চৌধুরী, স্থানীয় প্রায় শতাধিক প্রবীন এই সেমিনারে উপস্থিত ছিলেন।
Chat Conversation End
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: โคมไฟ
Pingback: Slot Winita anche su mobile
Pingback: sa789
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: ทัวร์โรงงานจีนที่น่าเชื่อถือ
Pingback: รับงานเอง