সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, সিএন নিউজ বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের জনপ্রিয় কন্ঠশিল্পী,বেসরকারী টেলিভিশন চ্যানেল এস.এ টিভি’র বাংলাদেশী আইডল খ্যাত পংকজ দেবনাথ (২৯) আত্মহত্যা করেছেন।
আহ বুধবার (১৬ অক্টোবর) রাত ১টার দিতে জেলা শহরের বালাঘাটাস্থ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে থেকে জানা যায়,রাতে জেলা শহরের বালাঘাটাস্থ বাসার ছাদের বিম এর সাথে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন ও বন্ধুরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
স্হায়ী সূত্রের তথ্যমতে,আত্মহত্যার পূর্বে ফাঁসির দড়িতে ঝুলে পড়ছে এমন একটি ছবি তার এক বন্ধুকে ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান । আর বিষয়টি ওই বন্ধু পংকজের অন্য বন্ধুদের জানালে তারা দ্রুত মোটরসাইকেল যোগে বালাঘাটাস্থ বাসায় যায় এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
আরো জানা যায়,দীর্ঘদিন ধরে জেলা শহরের মার্মা সম্প্রদায়ের এক মেয়ের সাথে সম্পর্ক ছিলো জনপ্রিয় এই শিল্পীর। কিছুদিন ধরে এই প্রেমীকার সাথে বনিবনা না হওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মনে করছেন সকলে।
এদিকে জনপ্রিয় এ কন্ঠশিল্পী পংকজ দেবনাথ এর মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার আত্মীয় – স্বজন বন্ধুমহল এবং স্থানীয় শিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে আসে, সদর হাসপাতালে তাকে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা।
উল্লেখ্য,বেসরকারী টেলিভিশন চ্যানেল এস.এ টিভি’র বাংলাদেশী আইডল প্রতিযোগিতায় বান্দরবানের তরুণ কন্ঠশিল্পী পংকজ দেবনাথ সেরা ৮ এর মধ্যে ছিল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: Fruit Party UK
Pingback: GoX scooters
Pingback: เครื่องออกกำลังกายกลางแจ้ง
Pingback: เว็บตรง สล็อต
Pingback: Aster Trading
Pingback: sunslots minimum deposit casino
Pingback: แทงหวย
Pingback: cat888