সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধি ঃ
বান্দরবানের লামা উপজেলার লুলাইন বাংলা বাজার থেকে দেশীয় একটি কাটা বন্দুক ও দারালো অস্ত্রসহ এক রোহিঙ্গা নাগরিক আটক করা হয়েছে।
আজ সোমবার( ৭ অক্টোবর) লুলাইন সেনা ছাউনির সদস্যরা ও কেয়াজু পাড়া পুলিশ সহ যৌথ অভিযান চালিয়ে আবুল হোসেন (৩২) নামের এই যুবক কে আটক করা হয়েছে ও পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোর্পদ করা হয়।
স্হানীয় মুরু সম্প্রদায়ের লোকেরা জানান, একটি প্রভাবশালী গ্রুপ মুরুংদের ভূমি দখল করার উদ্দেশ্য রোহিঙ্গাদের কে সেখানে আশ্রয় দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মুরুং নেতা জানান ওই এলাকায় প্রায় সময় অপরিচিত লোক জন দেখা যায়। তাদের কে স্হানীয়রা চিনেন না, এসব রোহিঙ্গা অস্ত্রবাজরা যে কোন মূর্হতে অপকর্ম করে স্হানীয়দের ফাঁসাতে পারে বলে উল্লেখ করেন।
সোমবার সকালে লুলাইন আর্মি ক্যাম্প কামান্ডার ওয়ারেন্ট অফিসার মুবিত এর নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এই রোহিঙ্গা নাগরিক কে আটক করা হয়।
অস্ত্রসহ মায়ানমার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মোঃ আমিনুল ইসলাম বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: slot99
Pingback: ดูหนังออนไลน์ฟรี
Pingback: เน็ตบ้าน ais