সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টেভুক্ত ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আজিজনগর ইউনিয়নের ফারুকপাড়া বাদীতলা এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জাহেদ (৩০), একই এলাকার ওমর আলী গাজীর ছেলে মো. রেজাউল (২৮) ও আবুল হোসেন (৩৬), জিহাদ গাজীর ছেলে মো. আলমগীর (২৬)। গ্রেফতারকৃতরা সকলে লামা থানার নন.জি.আর মামলা ২৬/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহীনুল ইসলাম ৪ জনকে গ্রেফতার করার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শনিবার সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Buy glock 43x usa
Pingback: Come depositare su Winita
Pingback: winnita slot