সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে পুলিশি বাধার মুখে পণ্ড হয়েছে জেলা বিএনপির একাংশের সমাবেশ। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বাজারের চৌধুরী মার্কেট এলাকার বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপি নেতারা জানান – ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবি ও বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করতে যায় জেলা বিএনপির একাংশের নেতারা। এ সময় পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় তাদের সমাবেশ। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।
বান্দরবান সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, যাদের আটক করা হয়েছে তারা নিজেদের পথচারী পরিচয় দিচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Labubu vinyl figure
Pingback: Ricco888 ทางเข้าเล่นคาสิโนสด
Pingback: Aviator India
Pingback: fuck site
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: Aster Dex Trading