সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের গরিব অসহায় ও দুস্হ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ সোমবার( ৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা সদরের বাকিছড়া ৮ নং রাবার বাগান এলাকায় বান্দরবান সেনা জোনের আয়োজনে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্টিত হয়। এসময় বাকিছড়া এলাকার দশটির বেশি গ্রামের ২ শতাধিক রোগী এতে চিকিৎসা সেবা গ্রহন করেন।
সেনাবাহিনী বান্দরবান সদর জোনের সহযোগিতায় সেভেন ফিল্ড এম্বুলেন্স এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে।
এসময় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি,পিএসপি, ক্যাপ্টেন ডাঃ সানাউল্লাহ, ক্যাপ্টেন ডাঃ হুমায়রা শহীদসহ সেনা জোনের বিভিন্ন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্হিত ছিলেন।
পরে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: online aviator game
Pingback: ยอย coupling
Pingback: clothing manufacturer