প্রচ্ছদ / প্রচ্ছদ / বিদ্যালয়ের শিক্ষার্থীর মুখে কালি মেখে অপমান করলেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের শিক্ষার্থীর মুখে কালি মেখে অপমান করলেন প্রধান শিক্ষক।

মিজানুর রহমান সুজন,ময়মনসিংহ প্রতিনিধি ।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের বাঘেরকান্দা গ্রামের তুলা মিয়ার’র ছেলে বাবলু মিয়ার মুখে ‘মার্কারি’ কলম দিয়ে কালি মেখে অপমান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, কে বা কাহারা বাঘেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষর্থী বাবুল মিয়ার নাম দেওয়ালে লিখে রাখলে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের নজরে আসে।

পরে তিনি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষর্থী বাবুল মিয়াকে ডেকে নিয়ে সকল শিক্ষার্থীর সামনে কালো ‘মার্কারি’ কলম দিয়ে মুখে কালি মেখে অপমান করেন এবং বিদ্যালয় থেকে বের করে দেন।

পরে এই বিষয়ে শিক্ষার্থীর পিতামাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ পত্র প্রেরণ করেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …