প্রচ্ছদ / প্রচ্ছদ / মাদারীপুরে আজহারীর মাহফিলে লাখো মানুষের সমাগম

মাদারীপুরে আজহারীর মাহফিলে লাখো মানুষের সমাগম

সিএন নিউজ অনলাইন ডেস্ক:

পুলিশি পাহারার মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ-মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে ঘণ্টাখানেক বক্তব্য দেন তিনি।

সাহেবরামপুর কেন্দ্রীয় মসজিদ কমিটি ও বাজার ইসলামি যুব ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল মাঠে এ ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজহারীর ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে কয়েক লাখ নারী-পুরুষের সমাগম ঘটে।

বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, আগৈলঝাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, রাজৈর ও গোপালগঞ্জসহ বেশ কয়েকটি জেলা-উপজেলা থেকে এসে লোকজন তার মাহফিলে অংশগ্রহণ করেন।

এ ওয়াজ-মাহফিলে সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, উপজেলা আ’লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাস্টার, সাহেবরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল ও কালকিনি থানার ওসি নাসিরউদ্দিন মৃধা প্রমুখ।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, এ ওয়াজ ঘিরে আমরা তিন শতাধিক পুলিশ মোতায়েন করেছিলাম।

এ ছাড়া বিভিন্ন বাহিনীর আরও দুই শতাধিক লোকজন নিরাপত্তার দায়িত্বে ছিল। ফায়ার সার্ভিস প্রস্তত রাখা হয়েছিল। এ ওয়াজে এক লাখের বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ওয়াজ মাহফিলসম্পন্ন হয়েছে

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …