প্রচ্ছদ / ময়মনসিংহ / ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান সুজন, সিএন নিউজ ময়মনসিংহ প্রতিনিধি :-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের অায়োজনে মঙ্গলবার দুপুর ১১টায় জেলা প্রশাসক মিজানুর রহমানের আগমন উপলক্ষে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তোয়া’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাগন, বাংলাদেশ স্কাউটস’র জেলা নির্বাহী কমিটির সদস্য তাসফিক হক নাফিও, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,
“তিন মাস ঘুষ না খেয়ে দেখেন, অাপনার সংসার না চললে দায় অামার।”
একই সাথে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতি ও দূর্ণীতিবিরোধী অভিযানের প্রশংসা করে বলেন, “সরকার অামাদের বেতন বাড়িয়েছেন কিন্তু অামরা অসৎপথ থেকে বেরিয়ে অাসতে পারিনি! যে বড় বড় দূর্ণীতিবাজরা ধরা পড়ছে তারা একাই দূর্নীতি করেনি। এতে অাপনার অামার সহযোগীতা রয়েছে।”

তিনি আরো বলেন, একজন সরকারি কর্মকর্তা ৫ টাকার লোভ সামলাতে পারলে রাষ্ট্রের শতকোটি টাকা সাশ্রয় করতে পারবে। অামরা এত দূরবস্থায় নেই যে, মনসিংহের মানুষের টাকা লুট করে অামাদের সন্তানদের খাওয়াতে হবে। অাপনারা তিন মাস এক টাকাও ঘুষ না খেয়ে দেখেন। কারও পরিবার না খেয়ে থাকবে না। তিন মাস ঘুষ না খেয়ে যদি কারও সংসার না চলে অামায় বলবেন, অামি ডিসি চাকরি ছেড়ে দিব।”

এর অাগে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের
বক্তব্যে উঠে আসা বিভিন্ন সমস্যা ও
প্রশাসনিক জটিলতার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার অাশ্বাস দেন।

এছাড়াও চেক করুন

বাকৃবিতে টিম উৎসবের ব্যতিক্রমী আয়োজন 

সিদ্দিকুর রহমান, সিএন নিউজ বাকৃবি প্রতিনিধিঃ    নন্দিত কথা সাহিত্তিক এবং নির্মাতা  হুমায়ূন আহমেদের জন্মদিন …