মিজানুর রহমান সুজন, সিএন নিউজ ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার
সাপ্তাহিক ”ত্রিশাল বার্তা”র প্রকাশক, সম্পাদক এবং ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়।
জানা যায়, ত্রিশালের স্যানিটারি ইন্সপেক্টর জেসমিন সুলতানার টানা ১৯ বছর ত্রিশালে চাকরি করার এবং বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশিত হয় সাপ্তাহিক “ত্রিশাল বার্তা” পত্রিকায়। এই সংবাদ প্রকাশের জের ধরে ১৫ অক্টোবর মঙ্গলবার ময়মনসিংহের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৩নং আমলী আদালতে স্যানিটারি ইন্সপেক্টর জেসমীন সুলতানা বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করেন।
কিন্তু স্যানিটারি ইন্সপেক্টরের উল্টো সুর শোনা যাচ্ছে ত্রিশালের সাধারণ জনগণ এবং সংবাদ কর্মীদের মুখে। স্যানিটারি ইন্সপেক্টরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন ত্রিশালের সর্বস্তরের শ্রেনীপেশার মানুষ।
অভিযোগের প্রতিবাদে ১৭ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসট্যান্ড এলাকায় ত্রিশাল রিপোটার্স ক্লাব,উপজেলা প্রেসক্লাব, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মুঞ্জুরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ত্রিশাল রিপোটার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক বিশ্বের মুখপত্র সম্পাদক এনবিএম ইব্রাহীম খলিল রহিম, ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, চ্যানেল এস টিভির ময়মনসিংহ প্রতিনিধি হুমায়ুন কবীর, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে রশিদ, সাধারন সম্পাদক ফকর উদ্দিন, ত্রিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি জোবায়ের হোসেন, সাধারন সম্পাদক জহিরুল কাদের কবীর, ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক জামাল উদ্দিন শামীমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
১১ মন্তব্য
Pingback: ใบพัดมอเตอร์
Pingback: brians club
Pingback: เทรดทองคืออะไร
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: สิว
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: diana deluxe corner fireplace
Pingback: จำนำรถ
Pingback: hop over to this website
Pingback: ais fiber
Pingback: บริการส่ง SMS