মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। জানাযায়, রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুন বাজারের গন্দফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ময়মনসিংহগামী অটোরিকশাকে টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মধুপুর পৌরসভার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান (৪০) ও অজ্ঞাত নারী (৫৫) নিহত হন। সেই সঙ্গ পাঁচজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনা সম্পর্কে মুক্তাগাছার ওসি মো. আলী মাহমুদ বলেন, ট্রাকটি ময়মনসিংহ থেকে মুক্তগাছার দিকে যাচ্ছিল। উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা মারলে এই দূর্ঘটনা ঘটে।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Thai Massage Barcelona
Pingback: joka casino
Pingback: huaykk vip
Pingback: แทงมวยพักยก
Pingback: https://productservice.kz
Pingback: ปั้มไลค์
Pingback: รับงานเอง