প্রচ্ছদ / জাতীয় / যমুনা টিভি ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে চুড়ান্ত ঘোষনা আসতে পারে: মামুনুল হক

যমুনা টিভি ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে চুড়ান্ত ঘোষনা আসতে পারে: মামুনুল হক

অনলাইন ডেস্কঃ

আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে যমুনা টিভি কর্তৃক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। আজ সোমবার বাদ আসর ঢাকা মোহাম্মাদপুর আল্লাহ করীম জামে মসজিদ প্রাঙ্গণ হতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি ঢাকা মোহাম্মাদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আল্লামা মামুনুল হকের আলোচনা ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়।

বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, আজ  অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা তাৎক্ষনিক প্রতিবাদ জানানোর জন্য পথে নেমে এসেছি। আমরা জানি বর্তমান মিডিয়ার বাজারে কালো বাজারী, ভুমি দস্যু ও দেশের জনগনের টাকা লুটেরা এক শ্রেনী মিডিয়াকে লালন-পালন করে। তারা তাদের অপরাধকে ঢাকার জন্য মিডিয়াকে লালনপালন করে।

বাংলাদেশের  অন্যতম ভুমি দস্যু যমুনা নামে একটি গ্রুপ, তারাও মিডিয়া লালন করে।
তারা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হককে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ প্রচার করেছে। উনাকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা দাবী করে ঘোলা পানিতে মাছ শিকার করার ভিন্ন তৎপরতায় মেতে উঠেছে।

আমি বলতে চাই যদি যমুনা টিভির পক্ষ থেকে দুঃখপ্রকাশ না করা হয় তাহলে আগামী শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে যমুনা টিভির বিরুদ্ধে চুড়ান্ত ঘোষনা আসতে পারে, প্রয়োজনে যমুনা টিভি ঘেরাও করা হতে পারে।

সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই যমুনার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে বানোয়াট যে তথ্য ও সংবাদ প্রচার করা হয়েছে। এ সংবাদ প্রত্যাহার করে সংশ্লিষ্ট মিডিয়া কর্মীদেরকে যথাযোগ্য শাস্তির আওতায় এনে যমুনা কর্তৃপক্ষ এদেশের তাওহিদি জনতার কাছে যদি নিজস্বার্থ ভাবে ক্ষমাপ্রার্থনা না করে, তাহলে এই বিক্ষোভ মিছিল থেকে হুশিয়ারি উচ্চারন করতে চাই শায়খুল হাদিস আল্লামা আজিজুল হককের সন্তানেরা তার আদর্শ সৈনিকেরা সারা দেশে এই মিথ্যা চারের বিরুদ্ধে আন্দোলন গরে তুলতে বাধ্য হবে।

তার জীবদ্দশায় এ দেশের কোন কুলাঙ্গার তার রাজনৈতিক ক্যারিয়ারের উপর, তার আগ্রাসন বিরুধী আন্দোলন, তার নেতৃত্বের বিরুদ্ধে কেউ কোন কটুক্তি করার দুঃসাহস দেখায়নি।

তিনি ইন্তেকাল কারার দীর্ঘদিন পর যমুনা টিভি মিথ্যা সংবাদ প্রচার করেছে, এটাকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য

  1. Pingback: Cbd gummies uk

  2. Pingback: Vibe chews

  3. Pingback: fucking apps

  4. Pingback: อ่านมันฮวา

  5. Pingback: play