প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / শামীম মজুমদারের কবিতা ‘অভাগা আবরার’

শামীম মজুমদারের কবিতা ‘অভাগা আবরার’

রক্তের নয়তো কেউ তুই আমার
নেই তোর সাথে কোন পরিচয়,
তবুও তোর অপমৃত্যুতে
অজান্তেই কাঁদছে হৃদয়।

মানুষের মুখোশে হিংস্র তুমি
নয়তো প্রকৃত মুসলিম,
যুগ যুগ ধরে যাচ্ছে হত্যা করে
সেতো আইয়্যামে জাহেলিয়ার অমুসলিম।

মিথ্যের বিরোধিতা করতে গিয়ে
প্রানটাই দিয়ে দিলি ভাই
ভীনদেশীদের প্রেমে মত্ত হয়ে
দেশিদের প্রান নিলো তাই!

স্বাধীন বাংলা স্বাধীন দেশ
সত্য বললেই জীবন শেষ!

 

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …

৩ মন্তব্য