প্রচ্ছদ / বিচিত্রা ও বিনোদন / সাইফুল বারী’র কথায় গাইলেন কাজী শুভ

সাইফুল বারী’র কথায় গাইলেন কাজী শুভ

সাজেদুর আবেদীন শান্তঃ

বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ । এবার গাইলেন তরুণ গীতিকার সাইফুল বারী’র কথায়। ‘দুঃখ কোথায় থুই’ শিরোনামের গানটির সুর করেছেন হানিফ এবং মিউজক করেছেন রোহান রাজ। গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে এ এস মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে।

কাজী শুভ বলেন, গানটির কথা ও সুর অসাধারণ। আশা করছি সবার ভালো লাগবে।

সাইফুল বারী বলেন, আমি কাজী শুভ ভাইয়ের বিগ ফ্যান। আমাকে সুযোগ দেওয়ার জন্য শুভ ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ। আশা করছি; গানটি শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলবে।

এছাড়াও চেক করুন

চলে গেলেন চিত্রনায়িকা কবরী

সিএন নিউজ ডেস্কঃ চলে গেলেন বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী। ঢাকার সিনেমার ‘মিষ্টি …