
সাজেদুর আবেদীন শান্তঃ গাইবান্ধার সাঘাটায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সার্ভিস ফর ইগনোর্ড পিপল (সাসিপ) এর উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিলো মুড়ি, সেমাই,চিনি, খেজুর, ছোলা, সরিষার তেল ও সাবান।
এসময় স্বেচ্চাসেবকগন তাদের ত্রানসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করে। বিতরণের সময় উপস্থিত ছিলেন সাসিপের সভাপতি ইশতিয়াক তামিম, সধারন সম্পাদক টি এম মাহমুদুন নবী সরকার, সহ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইদুল ইসলাম মুন্না, ও সদস্য মোঃ তহিদুল ইসলাম, শ্রী সুব্রত কুমার সাহাসহ অনেকে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে