নিজস্ব সংবাদদাতা-
জনপ্রিয় অনলাইন পোর্টাল সিএন নিউজ২৪.কমের নবনিযুক্ত বার্তা সম্পাদক মহসিনুর রহমান সজীব’কে ফুল দিয়ে বরণ করেছেন সিএন নিউজ পরিবার।
উল্লেখ্য যে, সিএন নিউজের সম্পাদক রবিউল হোসাইন (রাজু) ও প্রধান সহ-সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী, ফেব্রুয়ারীর ১০ তারিখে সিএন নিউজের সম্পাদনা পরিষদের সিনিয়র সদস্য মহসিনুর রহমান সজীবকে শুন্য থাকা বার্তা সম্পাদক পদে নিয়োগ দেন।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে সিএন নিউজের বর্তমান অস্থায়ী কার্যালয়ে নিউজ পরিবারের সদস্যরা নতুন বার্তা সম্পাদক কে ফুল দিয়ে বরণ করেন।
সিএন নিউজের প্রধান সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিজওয়ান মজুমদার গিলবাটের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সিএন নিউজের সহকারী সম্পাদক ইউসুফ ভুঁইয়া, সিএন নিউজের সাহিত্য সম্পাদক সাব্বির আহমেদ সোহাগ, প্রধান প্রতিনিধি ওমর ফারুক মজুমদার, নাঙ্গলকোট সরকারি কলেজ রিপোর্টার সুজন ভুঁইয়া,মোঃ রাজু,মোঃ মনির, মোঃ রিয়াদ ও মোঃ রাজু প্রমুখ।
পরে নিউজের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় ও আগামীর অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: ufabet789
Pingback: clothing manufacturer
Pingback: Team building กิจกรรม
Pingback: casinò winita giochi dal vivo senza interruzioni
Pingback: สินค้ากิฟฟารีนทั้งหมด
Pingback: OligioX ทำที่ไหนดี
Pingback: ปลูกผม FUE