আল্ আমিন শাহেদঃ সিএন নিউজ২৪.কম।
কবি কামিনী রায় বলেছিলেন-
“ আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী ‘পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে।
আজ এই চয়ন গুলো মনে পড়ে গেল অদম্য’৯৮ কতৃক এক প্রতিবন্ধী ছাত্রকে হুইল চেয়ার প্রদানের সময়।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কে,কে আর কে উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের ব্যাচ যারা মানবিক সাহায্য করে থাকে অদম্য’৯৮ এর ব্যানারে।
তার অংশ হিসাবে আজ ৬/৩/২০১৯ রোজ বুধবার সকাল ১০ টা সকল ছাত্র শিক্ষকের সামনে শৈশবে পড়ে আসা রামকৃষ্ণপুর কে, কে আর কে উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির কর্মচারি আলমে’র প্রতিবন্ধী ছেলেকে নবম শ্রেনির ছাত্র সাইফুল ইসলাম’কে একটি হুইল চেয়ার প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে অদম্য’৯৮ এর পক্ষে উপস্হিত ছিলেন, সিএন নিউজ২৪.কম এর উপদেষ্টা সম্পাদক ও সাংবাদিক আল্ আমিন শাহেদ, আঃ আহাদ, তফাজ্জল হোসেন, ডাঃ আবু কালম, মোঃ আমান উল্লাহ , ডাঃ হাবিব, নকুল দাশ, হেলাল উদ্দিন, আক্তার মাস্টার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুল ইসলাম, বরুন রায়, জনাব সিদ্দিকুর রহমান, জনাব ওয়ারিশ মিয়া, অবিদুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। সকল ছাত্ররা অদম্য’৯৮ এর উপহার পেয়ে খুবই খুশি এবং তারাও বড় হয়ে আরো বড় বড় কাজে অংশ গ্রহন করবেন বলে অদম্য’৯৮ এর ধারনা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
