প্রচ্ছদ / প্রচ্ছদ / লোহাগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

লোহাগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

 

নড়াইল সংবাদদাতা,

নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে লক্ষীপাশা ব্লাড ব্যাংকের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯.৩০ থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় ৩৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

জানা যায়, সকাল ৯.৩০ থেকে ১.২০ পর্যন্ত ইতনা ইউনিয়নের পাংখারচর কওমি মাদরাসা মাঠে এবং একই গ্রামের মেলার মাঠে ২.৩০ থেকে ৫.০০ পর্যন্ত ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়।

উক্ত কর্মসূচিতে গ্রুপের এডমিন মাহমুদ আল হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন গ্রুপের অন্যান্য এডমিন মডারেটর বৃন্দ, আরজ আলী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, লক্ষীপাশা ব্লাড ব্যাংক বেশ কিছুদিন ধরে নড়াইল জেলায় সেচ্ছায় রক্তদান নিয়ে বেশ প্রশংসনীয় কাজ করে আসছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …