মোঃ মিনহাজুল ইসলাম, নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আজবাহার (৩২) নামের এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ঘটনা স্থল থেকে তিনটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়। আজবাহার উপজেলার কলাগাছি গ্রামের বজলু মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার সংলগ্ন নবগঙ্গা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে, নড়াইলের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন দিন দিন বেড়ে চলছিল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
