প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবি ছাত্রলীগের সভাপতি পলাশ, সম্পাদক রাকিব

ইবি ছাত্রলীগের সভাপতি পলাশ, সম্পাদক রাকিব

নিজস্ব প্রতিবেদকঃ

 

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (১৪ জুলাই) ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের এসএম রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং দুই সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সেই সাথে দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …