নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়স্থ টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন অনুষদভুক্ত আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আবির।
মঙ্গলবার (১৬ জুলাই) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে ‘নদী-চর-খাল-বিল-গজারির বন,টাঙ্গাইলের শাড়ী তার গর্বের ধন” এই শ্লোগানকে সামনে রেখে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে এক বছরের জন্য ৩১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন, মোস্তফা আল আমিন, মোবারক হোসেন, মোঃ রাশেদ, চান মাহমুদ,আমির হামজা, আশিকুজ্জামান আবির।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন,অনিক হাসান নাজমুল।
সাংগঠনিক সম্পাদক ডি এম সানজিদুল আলম।
সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ।কোষাধ্যক্ষ মোঃ শামীম আল-মামুন। সহকারি কোষাধ্যক্ষ জুলফিকার আলী। দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন।
আইন বিষয়ক সম্পাদক মুসা আহমেদ।
প্রচার সম্পাদক মোঃ এনামুল হক, উপ প্রচার সম্পাদক আলমগীর হোসেন।সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা মাহি। শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানি, সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান।
মহিলা বিষয়ক সম্পাদক আফসানা মিমি, সহকারি মহিলা বিষয়ক সম্পাদক নুরুস সাবাহ নুশু। তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
ক্রীড়া বিষয়ক সম্পাদক ফেরদাউস শুভ,সহকারি ক্রীড়াবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আবির।
শহরবিষয়ক সম্পাদক -বিজয় সূত্রধর, সহ শহরবিষয়ক সম্পাদক-রফিকুল ইসলাম
,পরিকল্পনা বিষয়ক সম্পাদক- মোঃ নাফিম
,গণসংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক- নাফিউল মুয়িদ হৃদয় এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ তৌফিকুল আলম তামীম।
সদ্য বিদায়ী সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড.অরবিন্দ সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আবুল কাশেম। এছাড়াও শাহাদত হোসেন, মোঃ শওকত হোসেন ও মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীনদের বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: you can try here
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: ศูนย์ดูแลผู้สูงอายุ
Pingback: rkk42
Pingback: 電子煙