প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোটে মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট প্রতিনিধিঃ-

আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা শাখা ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা শনিবার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমাদের আলোকিত সমাজ কেন্দ্রীয় চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম। প্রধান বক্তা ছিলেন বাঙ্গড্ডা বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গর্ভনিং বডির সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম মোহন।

বিশেষ অতিথি ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার, বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি সাধারণ সম্পাদক কাউন্সিলর ছাদেক হোসেন, আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা সভাপতি কাউন্সিলর এমরান হোসেন বাহার।

বক্তব্য রাখেন, বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রলীগ সভাপতি ফয়সল মাহমুদ হিরণ। এসময় উপস্থিত ছিলেন আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু জাফর সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ও আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক আরেফিন সাগর চৌধুরী, ইউপি সদস্য খোরশেদ আলম।

প্রধান অতিথি নজরুল ইসলাম পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে আমি ও আমার সহকর্মীরা জিরো টলারেন্স অবলম্বন করেছি। যদি কেউ মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত থাকে তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি ভালো হতে চাও থানার রেজিষ্টারে তারা নাম, ঠিকানা লিখে আসবে। আমরা তাদেরকে ভালো হবার জন্য সুযোগ দেব। যদি তারা ভালো না হয়, তাদের খারাপের শেষটা আমি দেখবো। নাঙ্গলকোট এলাকায় বিন্দুমাত্র মাদক গ্রহণ ও বিক্রির সুযোগ দেওয়া হবে না। বর্তমানে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে বলে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। এ গুজবে কান না দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালোভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। তোমরা আবেগকে প্রশ্রয় দেবে না। বাল্য বিবাহের কারণে নারী নির্যাতন বাড়ছে। তিনি শিক্ষার্থীদের স্বাবলম্বী হয়ে বিয়ে করার জন্য বলেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …