প্রচ্ছদ / খুলনা / ইবিতে গ্রেনেড হামলা ও শোকদিবস উপলক্ষে আলোচনাসভা ও প্রতিবাদ র‌্যালি

ইবিতে গ্রেনেড হামলা ও শোকদিবস উপলক্ষে আলোচনাসভা ও প্রতিবাদ র‌্যালি

নিজস্ব প্রতিবেদকঃ-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রেনেড হামলা ও শোকদিবস উপলক্ষে প্রতিবাদ র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে “বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাঁই নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে প্রতিবাদ র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়।

এখানে অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলা দিবস আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহীনুর রহমান, ট্রেজারার ড. মোঃ সেলিম তোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমানসহ শাখা ছাত্রলীগের সভাপতি এস.এম রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. শামসুজ্জামান খান।এছাড়া আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম.এম আব্দুল লতিফ।

আলোচনায় উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে চব্বিশ বছর সংগ্রামের মধ্য দিয়ে পাক উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার সূর্য উদিত করা হয়েছিলো।তাদেরই পুনর্বাসিত করে ১৫ আগস্টের পর একটি মিনি পাকিস্তান রচনা করা হয়েছিল।যেখানে ধর্মনিরপেক্ষতা,জাতীয়তাবাদ এবং সমাজতান্ত্রিক চেতনা ভূলন্ঠিত হয়েছিল।
তিনি আরো বলেন, যুক্তিনির্ভর আবেগ টেকসই আবেগ।কেবল আবেগ দিয়ে জাতির পিতার এই মহান কীর্তি ও সাফল্য সেটিকে ধরে রাখা যাবেনা।আমাদের যুক্তি নির্ভর ও বস্তুনিষ্ঠ আবেগের প্রয়োজন রয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …