আলীকদম( বান্দরবান) প্রতিনিধি:
আলীকদম উপজেলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাবাকে মারধর করে ২ ছেলে এবং স্ত্রী কে পিটিয়ে আহত করেছে মাদকাসক্ত স্বামী আর এই পৃথক ঘটনায় দুই জন কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন – মোঃ আরমান এবং সুমন কুমার দে।
আলীকদম থানার উপ-পরিদর্শক অভিযোগ সূএে জানায়, গতকাল (২৮ আগস্ট) রাতে মোঃ ইসমাইল প্রকাশ ইসমাইল ডাক্তারের ছেলে মোঃ আরমান (২৪) কে অভিযান চালিয়ে আবাসিক এলাকা থেকে আটক করেছে পুলিশ মোঃ ইসমাইল জমি সংক্রান্ত বিরোধেরর জের ধরে তার ২ ছেলে মোঃ আরমান ও মোঃ আরাফাত মারধরের অভিযোগ করেন।
অপর দিকে গত( ২৪ আগস্ট) রাতে আলীকদম বাজার পাড়ায় মাদকাসক্ত হয়ে স্ত্রী কে নির্যাতনের অভিযোগে সুমন কুমার দে (৩০) কে আটক করে পুলিশ। সুমন কুমার দের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতিতা পূর্ণীমা দের বাবা জীবন কৃষ্ণ দে বাদী হয়ে মামলা করেন বলে জানান। বর্তমানে পূর্ণীমা দে আলীকদম উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স চিকিৎসাধীন আছেন বলে জানান পূর্ণীমা পরিবার।
দুই আসামী কে আটক করার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী রকিব উদ্দীন বলেন – তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং দুই মামলার আটক কৃত দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: ข่าวสารฟุตบอล
Pingback: toybf
Pingback: endoliftX ที่ไหนดี