সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন ছাএলীগ ও যুবলীগের উদ্যোগে ” আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুনামেন্ট ২০১৯” এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার বিকালে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল ও আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) রকিব উদ্দীন।
উদ্ধোধনী ম্যাচে মুরুং একাদশ বনাম ছাবের মিয়া একাদশ অংশ গ্রহন করে। খেলা উদ্ধোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্হানীয় জনপ্রতিনিধি ও খেলা দর্শনার্থীরা উপস্হিত ছিলেন। টান টান উঠেজনায় আকর্ষণীয় খেলায় ৬০ মিনিটের খেলা শেষে ১-০ গোলে ছাবের মিয়া একাদশ কে পরাজিত করে মুরুং একাদশ জয় লাভ করে।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন – আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন, ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জামাল উদ্দীন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান, আওয়ামীলীগ সভাপতি উনুমং মার্মা, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন জিহাদ,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাএলীগের সভাপতি সৌরভ পাল ডালিম এবং উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

One comment
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน