প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / ইলুরা জাকিরের “বাবাকে নিয়ে কিছু স্মৃতি”

ইলুরা জাকিরের “বাবাকে নিয়ে কিছু স্মৃতি”

ওরে পাষাণী
আমার চোখের পানি
আঁচল দিয়ে মুছে তখন
যাস মামনি।

আমি হব পর
যেদিন আসবেরে তোর বর
আমার এ ঘর শুন্য করে
যাবি অন্য ঘর।

আমার বাবা এস.এম.হেদায়েত প্রায়ই এই গানটি আমাকে শোনাতেন। এ গানের মতো এক দৃশ্যচিত্র প্রত্যেক বাবারই চোখের সামনে ভেসে ওঠে। তার আদরের কন্যাসন্তান একদিন চোখের পানি ঝরিয়ে চলে যাবে অন্যঘরে। পনেরো বছর আগে এ দিনটিতে আমার চোখের পানি ঝরিয়ে আমাকে পর করে বাবা চলে গেলেন আপন ঠিকানায়। আজ বাবাকে ডাকলেও কাছে আসেনা। বাবাকে যেন দেখতে পাই আকাশের ঐ মিটিমিটি তারার মাঝে।

 

 

এস.এম. হেদায়েত’কে নিয়ে আরো জানতে পড়ুন- মুহিব্বুল্লাহ আল-হুসাইনী’র গদ্যকবিতা “প্রাণের হেসাখাল”

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …

৩ মন্তব্য