রক্তের নয়তো কেউ তুই আমার
নেই তোর সাথে কোন পরিচয়,
তবুও তোর অপমৃত্যুতে
অজান্তেই কাঁদছে হৃদয়।
মানুষের মুখোশে হিংস্র তুমি
নয়তো প্রকৃত মুসলিম,
যুগ যুগ ধরে যাচ্ছে হত্যা করে
সেতো আইয়্যামে জাহেলিয়ার অমুসলিম।
মিথ্যের বিরোধিতা করতে গিয়ে
প্রানটাই দিয়ে দিলি ভাই
ভীনদেশীদের প্রেমে মত্ত হয়ে
দেশিদের প্রান নিলো তাই!
স্বাধীন বাংলা স্বাধীন দেশ
সত্য বললেই জীবন শেষ!
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Book of Ra United Kingdom
Pingback: เน็ตบ้าน ais
Pingback: migliori winita slot del 2025