সংবাদ দাতা, সিএন নিউজ বান্দরবান প্রতিনিধি :
আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উৎযাপিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় আলীকদম উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় ফায়ার সার্ভিস আলীকদম ইউনিট অগ্নি নির্বাপন ও ফায়ারম্যান লীফ্ট এর মহড়া প্রদর্শন করেন।
পরে আলীকদম উপজেলা পরিষদ মিলানয়তন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর রহমান এর সভাপতিত্বে ও আলীকদম রিসোর্স সেন্টারের সহকারী পরিচালক মোঃ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রকোশলী, আলীকদম থানার উপ-পরিদর্শক মোঃ মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মান্নান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমুখসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক, ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে