প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানের লামায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী গ্রেপ্তার

বান্দরবানের লামায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী গ্রেপ্তার

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টেভুক্ত ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আজিজনগর ইউনিয়নের ফারুকপাড়া বাদীতলা এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জাহেদ (৩০), একই এলাকার ওমর আলী গাজীর ছেলে মো. রেজাউল (২৮) ও আবুল হোসেন (৩৬), জিহাদ গাজীর ছেলে মো. আলমগীর (২৬)। গ্রেফতারকৃতরা সকলে লামা থানার নন.জি.আর মামলা ২৬/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহীনুল ইসলাম ৪ জনকে গ্রেফতার করার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শনিবার সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এছাড়াও চেক করুন

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য আহত।

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান। বান্দরবান সদর উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আহত …

৩ মন্তব্য