সিদ্দিকুর রহমান, সিএন নিউজ বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের মাঠে আন্তঃঅনুষদীয় ফূটবল টুর্নামেন্ট -২০১৯ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গল বার বিকাল ৪ টার দিকে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঅধ্যাপক ডঃ লুৎফুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ জসীম উদ্দিন খান,কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ডঃ নুরুল হাসান ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ ।
উক্ত ফাইনাল খেলায় তৃতীয় বর্ষের শিক্ষাথীরা ২-১ গোলে জয় লাভ করে । ম্যান অফ দ্া ম্যাচ হন মেরাজ ,সেরা গোলরক্ষক হন রাফিদ ,প্রথম বর্ষের হয়ে গোল করেন আকিব।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: เซรั่มรักษาผมบาง
Pingback: prebuilt pc for gaming
Pingback: SIAMLOTTO
Pingback: 電子 菸 推荐
Pingback: Giffarine
Pingback: ufabet789
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: как играть в авиатор