সিএন নিউজ২৪.কম,অনলাইন ডেস্কঃ
আস্থা ভারমা নামে ওই তরুণী ভারতের বাসিন্দা। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুইটারে মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছেন তিনি।
পোস্টে আইন পড়ুয়া ওই ছাত্রী বলেন, আমার মায়ের জন্য ৫০ বছর বয়সী হ্যান্ডসাম পুরুষ খুঁজছি! পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনোই মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে বলেও শর্ত দিয়েছেন এ তরুণী।
মায়ের জন্য পাত্র খুঁজতে টুইটের পরপরই সেখানে রীতিমতো কমেন্টের বন্যা বয়ে যায়।
অনেকেই ছকবাঁধা রীতি থেকে বেরিয়ে আসার সাহস দেখানোয় এ মা-মেয়েকে সাধুবাদ জানিয়েছেন।
আবার কেউ কেউ জানতে চেয়েছেন, তারা পাত্র খুঁজতে কোনো ঘটক বা বিবাহ-এজেন্সির কাছে যাননি কেন? জবাবে আস্থা জানিয়েছেন, তারা গিয়েছিলেন। এমনকি এর জন্য টিন্ডারও ব্যবহার করা হয়ে গেছে। তবে, তাতে আশানুরূপ ফল মেলেনি। তাই, বাধ্য হয়েই টুইটারের শরণাপন্ন হতে হয়েছে।
আশার কথা হচ্ছে, ওই পোস্ট থেকেই জানা যায়, মেয়েটির শহরেই অনেক ব্যাচেলর পুরুষ রয়েছেন। হয়তো শিগগিরই তাদের কারও সঙ্গে সাক্ষাৎ হবে মা-মেয়ের। হতে পারে শুভ পরিণয়ও।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Pinco App
Pingback: โบลเวอร์ kruger
Pingback: บุหรี่นอกเก็บเงินปลายทาง
Pingback: silicone dolls at walmart
Pingback: กราฟีน