এমডি শাহিন মজুমদার ।
আমি যদি যাইগো মরে প্রবাসের মাটিতে,
লাশ টা আমার পৌঁছে দিও?
দুঃখিনী মায়ের কোলে তে।
এক মাস নয় এক বছর নয়? ,
ষোলটি বছর কাটিয়ে দিলাম প্রবাসের মাটিতে,
কত না স্বপ্ন ছিল কোমলমতি এই হৃদয়ে।
কতনা আশা ছিল ফিরবো একদিন বাড়িতে,
বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আসবে আমাকে দেখিতে।
ছোট্ট বোনটি বলবে আমায় ভাইয়া আংটিটা দে আমাকে,
ভাইটি আমার বলবে ভাইয়া মোবাইলটা দে না চালাইতে।
মা দুঃখিনী কাঁদবে আমার জড়িয়ে ধরে বুকেতে,
গিন্নি আমার বলবে ওগো নেকলেস টা দাও পরিতে।
কত লোক আসবে আবার অনেক কিছু চাইতে, লাশটা যখন পৌঁছে যাবে আসবে সবাই কাঁদিতে।
কেউ আসবে আমার বক্স খুলে টাকার বান্ডিল দেখিতে,
মা দুখিনী বলবে শুধু দেনা খুলে মুখটা একবার দেখিতে।
বুঝবে না কেউ প্রবাসীর যন্ত্রনা এই নিষ্ঠুর পৃথিবীতে,
মরন কালে পারলাম না মায়ের মুখ টা একবার দেখতে।
মাথার ঘাম পায়ে ফেলে করলাম কামাই নিরলে,
যাবার বেলায় শুয়ে গেলাম প্রবাসের মাটিতে।
আমার লাশটা পৌঁছে দিও দুঃখিনী মায়ের কোলে!
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে