জবি প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের তত্ত্বাবধানে সাংস্কৃতিক ইউনিয়ন সফলভাবে ‘বিজয় উৎসব- ২০১৯’ উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় ফটকের সামনে আজ সোমবার দুপুর আড়াইটা থেকে রাত নয়টা পর্যন্ত এ আয়োজন চলে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল ট্রাভেলার্স, স্বপ্নবাজি, পিকাসোর পায়রা, আবোল-তাবোল, মনের মানুষ ও অভিকর্ষ।
নিজস্ব পরিবেশনা নিয়ে আরো ছিলেন- জবি আবৃত্তি সংসদ, উদীচী-জবি সংসদ ও সাংস্কৃতিক ইউনিয়ন, জবি।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, নারায়ণগঞ্জ জেলা সংসদ, কবি নজরুল সরকারি কলেজ সংসদ, সূত্রাপুর থানা সংসদের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে