নিজস্ব সংবাদ দাতাঃ
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অন্যতম নেতা কাজী মুজিবুর রহমান, কাজী নাছিরুল আলম, মোহাম্মদ আইয়ুব, নাছির উদ্দিন, মাওলানা আবুল কালাম, ক্যাপ্টেন অব: তারু মিয়া প্রমুখ।
মানববন্ধনে নাগরিক পরিষদের নেতা কাজী মুজিবুর রহমান বলেন, পাহাড়ের ভূমি সমস্যা সমাধানে গঠিত ‘ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ‘ আইনটি অসাংবিধানিক। কমিশনে বাঙ্গালী জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। দেশের স্বার্বভৌমত্ত রক্ষায় অকার্যকর, অসাংবিধানিক আইনটি বাতিল করতে হবে। এই আইনে পার্বত্যাঞ্চলে বসবাস কারী বাংঙ্গালী বাসিন্দারা ভূমিহীন হয়ে পড়বে। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অসাংবিধানিক ভূমি কমিশন বাতিল করতে হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: find out more
Pingback: ฉาบซีเมนต์
Pingback: 1st bet เว็บสล็อตแท้ 100 %
Pingback: sa789
Pingback: Thaimassage in Zürich
Pingback: yarmok