প্রচ্ছদ / বিচিত্রা ও বিনোদন / ঘরের দরজা বন্ধ কিন্তু মনের দরজা খুলে রেখেছেন জয়া আহসান!

ঘরের দরজা বন্ধ কিন্তু মনের দরজা খুলে রেখেছেন জয়া আহসান!

আমরা সকলে স্বেচ্ছায় ঘরেবন্দি হয়ে আছি। করোনা ভাইরাসের কঠিন বাস্তবতা তো আমাদের মেনে নিতেই হবে। এই যে পথ ঘাটের নির্জনতা, এটা কিন্তু আমাদের সুস্থতার জন্যই। আমরা যদি নিজেরা নিরাপদ থাকি, তাহলেই আমার বাড়ির মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ নিরাপদ থাকবে।’-সম্প্রতি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

দুই বাংলার দর্শক নন্দিত এই অভিনেত্রী বলেন, আমাদের যা করতে ভালো লাগে তাই করব। আমরা পরিবারের সঙ্গে সময় কাটাবো। গান শুনবো। কবিতা পড়বো। বাগানের পরিচর্যা করবো। ঘরের জ্বানালা খুলে বুক ভরে শ্বাস নিবো। আর হ্যাঁ, ঘনিষ্ঠজনদের সাথে দেখা করা হয়তো মুশকিল হয়ে গেছে। কিন্তু অন্যভাবে দেশ-বিদেশে তাদের সাথে আড্ডা দিবো।

জয়া আহসান আরও বলেন, ঘরের দরজা বন্ধ করেছি ঠিকই কিন্তু মনের দরজা তো আমরা বন্ধ করে দেইনি। সবাই অনেক ভালো থাকুন। নিরাপদে থাকার চেষ্টা করুন।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬৬ জন করোনার আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে। নতুন ১৫ জনের মৃত্যুতে সর্বমোট দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

এছাড়াও চেক করুন

চলে গেলেন চিত্রনায়িকা কবরী

সিএন নিউজ ডেস্কঃ চলে গেলেন বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী। ঢাকার সিনেমার ‘মিষ্টি …