এস আই ইমরান
কুমিল্লা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৯৪ জন শিক্ষার্থীর রেগ ডে এবং ম্যাগাজিন বাবদ অর্থ ডিপার্টমেন্টের নিয়মিত ছাত্র কাজী রুবেলের কাছে জমা দেওয়া হয় রেগ ডে পালন ও ম্যাগাজিন বাবদ খরচের উদ্দেশ্যে কয়েক মাস আগে।
বর্তমান করোনার পরিপ্রেক্ষিতে অর্থ গুলো রেগ ডে এবং ম্যাগাজিন বাবদ ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে সবাই। এই ক্লান্তি ক্ষণে গরীব ও অসহায়দের পাশে দাঁড়াতে চায় সবাই তাই সে অর্থ সবার ইচ্ছায় এবং ডিপার্টমেন্ট হেড জনাব আমিনুল ইসলাম স্বপন স্যারের অনুমতি ক্রমে এই মহামারি দুর্যোগপূর্ণ অবস্থায় ৭২ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌছে দেয় ব্যবস্থপনা বিভাগের শিক্ষার্থীরা।
কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রুবেল এ বিষয়ে সিএন নিউজ কে জানান সবাই যদি সবার নিজস্ব যায়গা থেকে একটু একটু করে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় এবং সমাজের ধনীরা যদি একটু সহানুভূতি দেখায় তাহলে এই দেশের মানুষ না খেয়ে মরবে না।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: อะไหล่รถยนต์
Pingback: Why join uaq.ma today?
Pingback: kruger
Pingback: mostbet promo code no deposit
Pingback: essentials fear of god