প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / “কাল বৈশাখী‌” সাব্বির আহমেদ সোহাগ

“কাল বৈশাখী‌” সাব্বির আহমেদ সোহাগ

বর্ষবরণ করলো সবে
পান্তা-ইলিশ গিলে,
আমার ঘরের সকল খুটি
এদিক ওদিক হেলে।

আমার ঘরের ছাউনী ছিল
তালপাতা আর খড়ে,
দমকা হাওয়ায় উড়িয়ে নিল
কাল বৈশাখীর ঝড়ে!

ধানের গোলা কাঁথার গাট্টি
সবই গেল ভিজে,
বউ ছাওয়াল আর পুটলি নিয়ে
করি এখন কি যে?

বিজলীর আলোয় আলোকিত
আমার ঘরের কামরা,
বজ্রধ্বনি শুনে কাঁপে
বউ ছাওয়ালের চামড়া!

চুলায় আগুন জ্বলছে না তো
বৃষ্টি ভেজা খড়ে,
ধারাপরিবার তিন দিন হতে
উপোশ করিয়া মরে!

যা চলে যা দমকা হাওয়া
নিয়ে মরার ঝড়,
অসহায় এক চাষা আমি
খোদা! একটু দয়া কর।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …