
বর্ষবরণ করলো সবে
পান্তা-ইলিশ গিলে,
আমার ঘরের সকল খুটি
এদিক ওদিক হেলে।
আমার ঘরের ছাউনী ছিল
তালপাতা আর খড়ে,
দমকা হাওয়ায় উড়িয়ে নিল
কাল বৈশাখীর ঝড়ে!
ধানের গোলা কাঁথার গাট্টি
সবই গেল ভিজে,
বউ ছাওয়াল আর পুটলি নিয়ে
করি এখন কি যে?
বিজলীর আলোয় আলোকিত
আমার ঘরের কামরা,
বজ্রধ্বনি শুনে কাঁপে
বউ ছাওয়ালের চামড়া!
চুলায় আগুন জ্বলছে না তো
বৃষ্টি ভেজা খড়ে,
ধারাপরিবার তিন দিন হতে
উপোশ করিয়া মরে!
যা চলে যা দমকা হাওয়া
নিয়ে মরার ঝড়,
অসহায় এক চাষা আমি
খোদা! একটু দয়া কর।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে