প্রচ্ছদ / জাতীয় / আবারো ঘুরে এলো ধান কাটার আমেজ

আবারো ঘুরে এলো ধান কাটার আমেজ

 

মোঃ ফজলুল করিম, স্টাফ রিপোর্টারঃ

আবার শুরু হলো ধান কাটার উষ্ণ আমেজ। এক কথায় কৃষকের ঈদ বললেও মন্দ নয়। তবে এবারের ধানের মৌসুম আগের মতো কৃষকের ঈদ নয়, বরং আবছা কালো মেঘের ঢাকা আকাশ বললেই চলে। কারণ! এক দিকে যেমন ধানের বাম্পার ফলনের বদলে ধানের ফলন কম! তেমনি অন্য দিকে উত্তরাঞ্চল থেকে আগত শ্রমিকের আগমনও বন্ধ হলো লক ডাউনের কারনে। ফলে কৃষক এত কাজের চাপ নিজেই সামলাতে হচ্ছে, অন্য দিকে কৃষকের মুখে আবছা মেঘের ছায়া।

গত বছর ধানের বাম্পার ফলন হলেও মূল্য ছিল স্বল্প। এই বছর প্রথমাবস্থায় ধানের মূল্য থাকলে ও ধানের বাম্পার ফলন দেখা দেয়নি মাঠে। কৃষকের চারার ধান লাগানো, ক্ষেতে মেডিসিন দেওয়া, সময়ে সময়ে পানি দেওয়া, ধান কাটার খরচ ইত্যাদি সব মিলিয়ে কৃষকের হাতে ১০টাকা করে ও পড়ে না শেষে। কাজেই কৃষকের মনে আছে আবছা একটা মেঘে ঢাকা সূর্য বটে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য