প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / কবিতা: “চাল চোর” রেখা আক্তার

কবিতা: “চাল চোর” রেখা আক্তার

চাল চোর
✍রেখা আক্তার

নিচ্ছে লুটে খাচ্ছে চেটে
অভাব দুখীর ত্রাণ
কেমন করে গিলছে ওরা
কাঁপছে না তো প্রাণ?

গুদাম বলো ঘরে বলো
রাখছো চুরির চাল,
এত রেখে পেট ভরেনি
করছো আবার ডাল।

পেটের ক্ষুধায় মরে যাবো
যদি না পায় দান,
খোদার তরে পাবে তুমি
বেঁচে যাবে জান।

দানটা এখন লোক দেখনো
তুলছো কত ছবি,
সবার সামনে প্রকাশ করো
মানবতার কবি।

প্রতিনিধি হয়ে তুমি চুষে
খাও গরিবের রক্ত,
স্বভাব তোমার চুরি করা
জনতা আজ তিক্ত।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …