
নড়াইল সংবাদদাতা,
নড়াইলের জেলার লোহাগড়ায় লকডাউন ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। আজ রবিবার লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় এসব ঈদসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার অন্যান্য জায়গাতেও ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদসামগ্রীর ভেতর রয়েছে পোলাও চাল, ডাল, সেমাই, চিনি, নুডুলস, তেল ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম পলাশ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক মোঃরবিউল ইসলাম রবি, যুবদল নেতা সৈয়দ আলম শিবলু, স্বেচ্ছাসেবকদল নেতা কাজী ইকবাল হাসান, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি – সোহেল রানা লাক্সমি, যুবদল নেতা আশিকুর রহমান স্বপন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহনেওয়াজ মিরাজ,লোহাগড়া উপজেলা ছাত্রনেতা সৈয়দ জাফর আলী, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম মুন্না, সাহিন প্রমুখ।সার্বিক সহযোগিতায় ছিলেন লোহাগড়া উপজেলা যুবদল নেতা শফিকুজ্জামান তারিক।
এ কর্মসূচির বিষয়ে বিএনপি নেতা জর্জ জানান, লকডাউনের জন্য এবারের ঈদ অন্য বছরগুলোর ঈদ হতে একটু ভিন্ন। তাই আমরা ঘূর্ণিঝড় ও লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত অসচ্ছল লোকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছি।
উল্লেখ্য যে, নড়াইলে লকডাউন শুরু হবার পর থেকে নড়াইল জেলা বিএনপি নানা কার্যক্রমে সক্রিয় রয়েছে। সহস্রাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ নানারকম জন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: ufabet789
Pingback: 123bet เข้าสู่ระบบ
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: Villa for Rent in Phuket
Pingback: บาคาร่า sexy168