আব্দুর রাজ্জাক, সিএন নিউজ প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উঃ ইউনিয়নের দক্ষিণ শাকতলী উওর পাড়ায় টয়লেটের টাঙ্কি থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, চাচা বিদেশে থাকা কালীন ঐ চাচীর সাথে মো: জিয়াউল হক (৩০) এর সাথে অবৈধ সম্পর্ক হয়। পরে তার চাচা মো: বাছির মিয়া দেশে আসার কয়েক মাস পরে গত ২৬/৫/২০২০ইং তারিখে রাত্রে তার চাচা বাছির এবং তার স্ত্রী মোসা: মোর্শেদামিলে জিয়াউর রহমানকে হত্যা করে পরে আজ সন্ধ্যায় বাছির ঐ গ্রামের স্থানীয় এক লোকের কাছে ঘটনাটি স্বীকার করে পালিয়ে যায়। স্থানীয় লোকটি গ্রামের মেম্বার মোঃ হানিফ পাটোয়ারীর কাছে বিষয়টি অবহিত করে। সাথে সাথে মেম্বার গ্রামের কিছু সংখ্যক লোক নিয়া খুনি মুসি বেগম কে আটক করে তদন্ত করে টয়লেটের টাঙ্কির মধ্যে বস্তাবন্দি অবস্হায় পায়। পরে থানায় ফোন দিয়ে ঘটনাটি খুলে বলে পরে পুলিশ এসে লাশ এবং খুনি মুশি কে নিয়া জায় খুনি মোঃ বাছির আহম্মদ পলাতক।
পরে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের চাচী মোর্শেদা হত্যার কথা স্বীকার করেছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: riviera deluxe corner fireplace
Pingback: 電子 菸 推荐