
এস এম রায়হানুল ইসলাম (পলক)
এইতো কিছুদিন আগেই ———
টিফিন করেই হতাম নিরুদ্দেশ ,
ছিলোনা বিশেষ কারণ ।
স্কুলের প্রতিটি প্রাচীর জানতো ,
মুক্তবিহঙ্গ আমরা,শুনিনা কোনো বারণ ।
তারও কিছুদিন আগের কথা —–
ফুটবল খেলবো বলে,স্কুল পালাতাম,
সাক্ষী আছে প্রিয় দেব দাদা ।
বর্ষার এই অন্যায়ের সাক্ষী আরও ছিলো ,
স্কুল প্যান্টে লেগে থাকা কাদা ।
কী বেঈমান আমরা —–
গতকালের ঘটনাকেই বলি অতীত ,
যদিওবা দেয় অমৃতসুধা ।
কিছু করার নেই , স্কুলের অতীতগুলোই ,
মেটায় ঘুমের ঘোরের স্বপ্নক্ষুধা ।
স্মরণে ‘শিক্ষাগুরু’ তুমি —–
ছাত্র ছিলাম আমরা ,
যদিও আগে বানিয়েছো পুত্র ।
শেষদিনেও শিখিয়েছো আমায়
মানুষ আমরা , বানোয়াট আমাদের এসব গোত্র ।
চিরকুমার ময়দান ——
স্কুলের পাশেই আছো তুমি ,
চিরসবুজ , অপরূপ , সুদর্শন ।
শত-সহস্রবছর আছো তুমি এখানে ,
ঠিক প্রথম দর্শনের মতন ।
প্রিয় বিজ্ঞানভবন —-
করেছি তোমার প্রতি অন্যায় ,
খেলেছি ক্রিকেট তোমারই তলে ।
ভেঙেছি দরজা , ফাটিয়েছি দেওয়াল ,
১০ জনে কেনা ছোট একটি বলে ।
প্রিয় ব্যাট-বল ——–
তোরাই ছিলি মূল নটরাজ ,
লেখাপড়া করেছিস ধ্বংস ।
যতই দামী,মোহিনী হোস্ না কেনো!!
তোদের দামে ছিলো আমারও অংশ।
প্রিয় বন্ধুরা ——
তোদের সংজ্ঞায়নে পাচ্ছিনা বিশেষণ,
তোরা আমার কলিজার অংশ ।
২৫০ জন ভাই ছিলি তোরা ,
চিনতে চাইনি , তোরা কোন ধর্ম ,গোত্র, বংশ ।
তিক্ত বেদনাময়ী অতীত ——
পাঁচটি বছর ছিলাম একসাথে ,
শিখেছি ভ্রাতৃত্ব , রেখেছি হাতে হাত ।
যতই সুমিষ্ট হও তুমি অতীত ,
ঘুমন্ত আজ তুমি , দিয়ে যাচ্ছো তিক্তস্বাদ ।
কবি : এস.এম রায়হানুল ইসলাম (পলক)
শিক্ষার্থী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: เว็บหวยออนไลน์ อันดับ 1 หวยไทย หวยต่างประเทศ บาทละ 1000
Pingback: ufabet789
Pingback: Köp Magic Mushroom Gummies Online
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: OligioX
Pingback: 8000 puff vape