প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / কবিতা : ‘অতীত এখন চিরনিদ্রায়’

কবিতা : ‘অতীত এখন চিরনিদ্রায়’

এস এম রায়হানুল ইসলাম (পলক)

এইতো কিছুদিন আগেই ———
টিফিন করেই হতাম নিরুদ্দেশ ,
ছিলোনা বিশেষ কারণ ।
স্কুলের প্রতিটি প্রাচীর জানতো ,
মুক্তবিহঙ্গ আমরা,শুনিনা কোনো বারণ ।

তারও কিছুদিন আগের কথা —–
ফুটবল খেলবো বলে,স্কুল পালাতাম,
সাক্ষী আছে প্রিয় দেব দাদা ।
বর্ষার এই অন্যায়ের সাক্ষী আরও ছিলো ,
স্কুল প্যান্টে লেগে থাকা কাদা ।

কী বেঈমান আমরা —–
গতকালের ঘটনাকেই বলি অতীত ,
যদিওবা দেয় অমৃতসুধা ।
কিছু করার নেই , স্কুলের অতীতগুলোই ,
মেটায় ঘুমের ঘোরের স্বপ্নক্ষুধা ।

স্মরণে ‘শিক্ষাগুরু’ তুমি —–
ছাত্র ছিলাম আমরা ,
যদিও আগে বানিয়েছো পুত্র ।
শেষদিনেও শিখিয়েছো আমায়
মানুষ আমরা , বানোয়াট আমাদের এসব গোত্র ।

চিরকুমার ময়দান ——
স্কুলের পাশেই আছো তুমি ,
চিরসবুজ , অপরূপ , সুদর্শন ।
শত-সহস্রবছর আছো তুমি এখানে ,
ঠিক প্রথম দর্শনের মতন ।

প্রিয় বিজ্ঞানভবন —-
করেছি তোমার প্রতি অন্যায় ,
খেলেছি ক্রিকেট তোমারই তলে ।
ভেঙেছি দরজা , ফাটিয়েছি দেওয়াল ,
১০ জনে কেনা ছোট একটি বলে ।

প্রিয় ব্যাট-বল ——–
তোরাই ছিলি মূল নটরাজ ,
লেখাপড়া করেছিস ধ্বংস ।
যতই দামী,মোহিনী হোস্ না কেনো!!
তোদের দামে ছিলো আমারও অংশ।

প্রিয় বন্ধুরা ——
তোদের সংজ্ঞায়নে পাচ্ছিনা বিশেষণ,
তোরা আমার কলিজার অংশ ।
২৫০ জন ভাই ছিলি তোরা ,
চিনতে চাইনি , তোরা কোন ধর্ম ,গোত্র, বংশ ।

তিক্ত বেদনাময়ী অতীত ——
পাঁচটি বছর ছিলাম একসাথে ,
শিখেছি ভ্রাতৃত্ব , রেখেছি হাতে হাত ।
যতই সুমিষ্ট হও তুমি অতীত ,
ঘুমন্ত আজ তুমি , দিয়ে যাচ্ছো তিক্তস্বাদ ।

কবি : এস.এম রায়হানুল ইসলাম (পলক)
শিক্ষার্থী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …