
ঘুম থেকে উঠে বউকে পাশে না পেয়ে মোটেও অবাক হলাম না, খাট থেকে উঠে ঘরে না পেয়েও অবাক হলাম না কারণ বউ বাপের বাড়ি চলে গিয়েছে !
বউয়ের ঘন ঘন বাপের বাড়ি যাওয়া আমার পছন্দ না! বউ বাপের বাড়ি গেলে আমাকে একা থাকতে হয় শুধু একা নয় বাড়ির সকল কাজ আমাকে করতে হয় রান্না করা থেকে শুরু করে বাড়ি ঘর পরিষ্কার – পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার উপরে পড়ে এক কথায় বাড়ির সকল কাজ ! সারাদিন এত কাজ কেম্নে কী ! বউ একবার বাপের বাড়ি গেলে তো ১ সপ্তাহের আগে আসার কোনো খবর’ই থাকে না ! এই সমস্যা নিয়ে বহু ঝামেলায় আছি যেভাবে সম্ভব এর সমস্যা সমাধান বের করতেই হবে ।
আজকেও সে সকাল বেলা আমাকে ঘুমে রেখে বাপের বাড়ি চলে গেলো, বউয়ের একা একা এক জায়গায় বেশীদিন মন টিকে না তাই তার রুটিন হিসেবে মাস শেষে বাপের বাড়ি যাওয়াই লাগবে !
হাত – মুখ ধুয়ে ফ্রেশ হলাম , সকাল বেলা বউয়ের হাতে চা না খেলে পুরা দিনটাই বৃথা ! তাই বাধ্য হয়ে বউকে কল দিলাম।
আমি — কোথায় তুমি ? সকাল সকাল কী বাপের বাড়ি চলে যেতে হয় ? ঘরে তো সকালের নাস্তা ও নেই !
বউ — আমার ভালো লাগে না একা একা একলা বাড়িতে থাকতে, দম বন্ধ হয়ে আসে। তুমি গিয়ে বাইরে থেকে নাস্তা করে আসো ।
আমি — আচ্ছা এই মাসে আর আসা লাগবে না , তোমার যতদিন ইচ্ছে থাকো ।
এই বলে ফোন টা কেটে দিলাম !
সাথে সাথে বউয়ের কল ,
বউ – কাহিনী কী ? এর আগে যতবার বাপের বাড়ি আসছি ততবার কল দিয়ে আসার জন্য ঘ্যান ঘ্যান করতে করতে কান শেষ করে দিতা আর আজ বলছো তোমার যতদিন ইচ্ছে থাকো ।
তুমি কী মনে করছো আমি বুঝিনা ?
তোমাদের মতো ছেলেদের আমার চেনা আছে । বউ বাপের বাড়িতে গেলে অন্য মেয়ের সাথে ইটিস-ফিটিস করাই তোমাদের কাজ । তা আর হচ্ছে না , আমি এখনি আসছি ।
যাই হোক নিঞ্জা টেকনিক তাহলে কাজে লাগলো !
লিখেছেন —– গাজী ফরহাদ ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে