সিএন নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাবার ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে নির্জনে নিয়ে জোরপুর্বক ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
গত ২৯ জুন সোমবার সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পাঁচানি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে আপোষের চেষ্টা করে ব্যার্থ হয়ে দির্ঘদিন পর ৪ জুলাই শনিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে সোনারগাঁ থানায় এটি অভিযোগ দায়ের করে।
অভিযোগে উল্লেখ করা হয় গত ২৯ জুন সোমবার তার ৯ বছরের মেয়ে শিশুকে খাবার ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাশের বাড়ির সাইজদ্দিন(৫০) বাড়ির পাশে নির্জন ঝোপে নিয়ে গিয়ে তাকে জোর পুর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে এসে কান্নাকাটি শুরু করে এবং পরিবারের সদস্যদের এ ঘটনা জানায়। ঘটনার বিষয়ে দির্ঘদিন মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে ৪ জুলাই থানায় এসে অভিযোগ দায়ের করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফ আহমেদ জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ গ্রহন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: aviator game India
Pingback: พิมพ์บาร์โค้ด
Pingback: juegos online para ganar dinero en venezuela
Pingback: ตรายางออนไลน์
Pingback: vg98
Pingback: รถพยาบาล
Pingback: jav