প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / ভালবাসি_তোমাকে – আল্ আমিন শাহেদ

ভালবাসি_তোমাকে – আল্ আমিন শাহেদ

আগে কষ্ট করে একবার হলেও খবর নিতে
কৌশলে বা লোকিয়ে কথা বলতে,
কেমন আছি, কোথায় আছি জানতে চাইতে
কিন্তু কালে পরিক্রময়
ভুলে গেলে সব এক্কেবারেই সব।

এখন কল আসে না
কোন খবর নেয়া হয় না
হয় না আলাপন।

চলছে জীবন যাচ্ছে রাত
পরক্ষনেই সকালের হাত ছানি।
জীবন তার জীবিকার জন্য যুদ্ধ করা
এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে চলা।

আর আবেক নেই, নেই কোন বিবেক
নেই ভালবাসার স্মৃতি,
বর্তমানের যুদ্ধই শরীরে বাধ্যর্কের অনুপ্রবেশ,
মনে হয় বাচাঁর জন্য বেচেঁ থাকা।

আমি তোমার মঙ্গলের জন্য বেচেঁ অাছি
আমি তোমার ভাল দেখার জন্য বেচেঁ আছি
আমি তোমার সুখের সাগড়ের জলস্রোত দেখার জন্য বেচেঁ আছি।

আর দুই যুগ অতিবাহিত হবে
মাথার চুলে সাদার আর্বিভাব হবে
লোকে যাকে বলে বুড়ো,
তারপরও তুমি রবে আমার কাছে
ষোড়শি যুবতির মত
যার কাছে গেলে হৃদয়ে কম্পন হবে
মনে কাতুকুতু লাগবে।
নিশ্চিতে মুখ দিয়ে বেড়িয়ে আসবে
ভালবাসি তোমাকে, আজীবন আমারই থাকবে।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …

৫ মন্তব্য