প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / মিনহাজুল ইসলামের কবিতা: করোনা দাও আমারে ছুঁয়ে

মিনহাজুল ইসলামের কবিতা: করোনা দাও আমারে ছুঁয়ে

কবিতা :

করোনা দাও আমারে ছুঁয়ে

মোঃ মিনহাজুল ইসলাম

প্রাণঘাতী করোনা যদি আমাকে দেয় ছুঁয়ে,
যদি স্বজনবিহীন করুণ মরণে দু’নয়ন যায় মুদে;
তবে নিদানকালেও নিবো বিদায় স্বপন বুকে বেঁধে।
আমার মরণে তোমার পরান যদি বেদনায় ভাসে,
সেই বেদনার ব্যাকুল পরশ ছুঁয়ে যাবে মোর লাশে।

আঁখির দু’ফোঁটা অশ্রু যদি কপোল বেয়ে ঝরে,
প্রাণটা যদি একটু কাঁদে আমার প্রয়াণ স্মরে,
সে অশ্রু ফোঁটা ছুঁয়ে যাবে মোর বিদেহী আত্মারে।

নির্জনা বনে মোর সমাধি দেখে যদি দুখ জাগে
তোমার বাহুর আলতো পরশ যদি গোরেতে লাগে,
তবে গোর যাতনা বায়ুতে মিশে উড়ে যাবে বহুদূরে,
তোমার কোমলা বাহুর ছোঁয়ায় স্বর্গ নামবে গোরে।

আমার প্রয়াণে তোমার আকাশে যদি কালোমেঘ আসে,
সে মেঘ যদি অশ্রু হয়ে দুই নয়নে ভাসে,
তবে স্বার্থক হবে মরণ আমার, আত্মা হবে শান্ত,
বেঁচে থাকতে পাইনি তো প্রেম, হয়েছি শুধুই ভ্রান্ত।

বেঁচে থাকার মানে যদি হয় নিষ্ঠুর অবহেলা,
তবে মৃত্যু আমায় বরণ করো যাক ফুরিয়ে বেলা।
সবাই যখন শঙ্কিত হয় করোনা যমের ভয়ে,
তখন আমি বলি করোনা দাও আমারে ছুঁয়ে।

উৎসর্গ : সেই পাষাণীকে, যার দেয়া অবহেলা আর ঘৃণায় আমার বেঁচে থাকার আশা দূর হয়ে গেছে।

কবি : মোঃ মিনহাজুল ইসলাম।
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …