কুরবানী
আফজাল হোসাইন মিয়াজী
দিকে দিকে বইছে জোয়ার
গাইছে সবাই গীত,
মুসলিম ধরায় খুশির মাতন
এলো কুরবানীর ঈদ!
আত্মত্যাগের উৎসবে আজ
হই সকলে শামিল,
মহান রবের আদেশ নিষেধ
কর সবে তামিল।
লোক দেখানো কুরবানী নয়
ত্যাগের প্রশিক্ষণ,
প্রভুর নামে কুরবানী দাও
পাপের বিসর্জন।
রক্ত গোশত কিছুই দেখেনা
মহা মহীয়ান,
দেখেন শুধু মানব হৃদয়ের
তাকওয়ার প্রমাণ।
বনের পশুর কুরবানী নয়
মনের পশুর বধ,
যাক মুছে যাক হিংসা বিভেদ
জরা জীর্ণতা রদ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: essentials
Pingback: พรมรถยนต์
Pingback: ดูหนังเมียจริงไร้ชื่อ เมียปลอมได้ใจ ฟรี เต็มเรื่อง
Pingback: เว็บตรง สล็อต
Pingback: BETFLIX
Pingback: รับทำแพคเกจจิ้ง
Pingback: one up mushroom bar